
বলিউডের জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী মালাইকা অরোরা খান গত কয়েক বছর ধরেই নানা কারণে আলোচনায় রয়েছেন। বিশেষ করে বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানা এবং পরে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনে বারবার শিরোনামে উঠে এসেছেন তিনি। এবার বিয়ে ও বিয়ের বয়স নিয়ে নিজের অভিজ্ঞতার কথা খোলাখুলি জানালেন ‘আইটেম কুইন’ মালাইকা।
মালাইকা স্পষ্টভাবে জানিয়েছেন, অল্প বয়সে বিয়ে করার সিদ্ধান্ত ছিল তাঁর জীবনের একটি ভুল। অভিনেত্রীর এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ তাঁর বক্তব্যের সমালোচনা করছেন, আবার অনেকেই বলছেন—মালাইকার এই অভিজ্ঞতা নতুন প্রজন্মের মেয়েদের জন্য এক ধরনের সতর্কবার্তা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, ‘কম বয়সে বিয়ে করার মতো ভুল আর কিছু নেই। জীবনকে উপভোগ করা উচিত। হ্যাঁ, বিয়ের পরেও জীবনে ভালো সময় আসে, অনেক ভালো ঘটনা ঘটে। যেমন, আমি খুব তাড়াতাড়ি সন্তানের মা হতে পেরেছি, যা অবশ্যই একটি ভালো অভিজ্ঞতা। কিন্তু তার মানে এই নয় যে বিয়েই জীবনের সবকিছু। বরং নিজের পায়ের তলার মাটি শক্ত করা উচিত।’
চলচ্চিত্র ব্যক্তিত্ব আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সময় ধরে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন মালাইকা। তবে প্রায় এক বছর আগে সেই সম্পর্কেরও ইতি ঘটে। বিয়ে ও সম্পর্কের ভাঙন নিয়ে এখন আর কোনো আক্ষেপ নেই বলেও জানিয়েছেন তিনি।
বর্তমান সময়ে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই—এ কথা স্পষ্ট করে দিয়েছেন মালাইকা। তাঁর ভাষায়, ‘বিয়ে করেও দেখেছি, সম্পর্কে থেকেও দেখেছি। বিয়ে খারাপ—তা নয়, তবে এই মুহূর্তে বিয়ে আমার জন্য নয়।’
দ্বিতীয়বার বিয়ে না করেও নিজের জীবন নিয়ে সন্তুষ্ট মালাইকা অরোরা। ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে এলে আবার বিয়ের কথা ভাবতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
সূত্র: আনন্দবাজার অনলাইন










