খ্যাতিমান সংগীতশিল্পী কবীর সুমন শ্বাসকষ্ট নিয়ে গত ২৯ জানুয়ারি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন।
হাসপাতালের পক্ষ থেকে জানা যায়, হার্ট ফেলিওরের সঙ্গেই দুটো ফুসফুসে পানি জমে আছে সুমনের। তাই অ্যান্টিবায়োটিকের সঙ্গে পটাশিয়াম সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে। এ ছাড়া দীর্ঘদিন ধরেই ডায়াবেটিকসের পাশাপাশি উচ্চরক্তচাপ রয়েছে তার। বাকি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে তিনি সজ্ঞানে আছেন এবং খাবার খেতে চেয়েছেন।
ইতোমধ্যে সুমনের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। পাশাপাশি অক্সিজেনও দেওয়া হয়েছে তাকে। সুমন বলেন, চিন্তা করবেন না, সেরে উঠব।
সামাজিক যোগাযোগমাধ্যমে সুমনের অসুস্থতার খবরটি নিশ্চিত করেন একটি পোস্ট দেন এই সংগীতশিল্পীর ঘনিষ্ঠজন মনীষা দাশগুপ্ত।
মনীষা তার ফেসবুকে লেখেন, কবীর সুমন শ্বাসকষ্ট নিয়ে আজ সকালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। চিকিৎসা চলছে তার। তবে ডাক্তারদের নির্দেশে দেখা করার ওপর বিধিনিষেধ রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় সুমন নিজেও জানান যে, শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। তিনি শিগগিরই সেরে উঠবেন বলে আশাবাদী।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC