এবার কপিরাইট আইন লঙ্ঘনের মামলায় দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে আইনি লড়াইয়ে বড় জয় পেলেন ধানুশ।
নেটদুনিয়ায় ভাইরাল তিন সেকেন্ডের একটি ভিডিওকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়ান দক্ষিণী ইন্ডাস্ট্রির দুই তারকা নয়নতারা ও ধানুশ। বিষয়টি নিয়ে অভিনেত্রীকে ১০ কোটি রুপির আইনি নোটিশ পাঠান ধানুশ। পরবর্তীতে নয়নতারার বিরুদ্ধে মামলা করেন অভিনেতা।
জানা যায়, সম্প্রতি কপিরাইট আইন লঙ্ঘনের মামলায় নয়নতারার পক্ষে নেটফ্লিক্স ইন্ডিয়ার করা মামলাটি বাতিল চেয়ে আবেদন খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট।
মূলত নয়নতারার ডকুমেন্টারি ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরিটেল’-এ ধানুশ প্রযোজিত সিনেমা ‘নানাম রাউডি ধান’র তিন সেকেন্ডের ফুটেজ অনুমতি ছাড়াই ব্যবহারের কারণে এই মামলা হয়। গেল বছরের নভেম্বরে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এনে অভিনেত্রীর বিরুদ্ধে এই মামলা করেন ধানুশ। যেখানে নয়নতারার স্বামী ভিগনেশ শিবান এবং তাদের প্রোডাকশন হাউস রাউডি পিকচার্সকেও বিবাদী করা হয়।
এক বিবৃতিতে ধানুশের আইনজীবী বলেন, কপিরাইট লঙ্ঘন করে ‘নানাম রাউডি ধান’ সিনেমার ফুটেজ ব্যবহার করা হয়েছে আমার ক্লায়েন্টের। ২৪ ঘণ্টার মধ্যে সেই ফুটেজ ডকুমেন্টারি থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তা না করা হয়, তবে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে আইনি পদক্ষেপ নেব আমরা।
এদিকে ইনস্টাগ্রামে একটি পোস্টে ধানুশের ক্ষতিপূরণ দাবিকে ‘অত্যন্ত নিচু মানসিকতা’ হিসেবে অভিহিত করেছেন নয়নতার।
পাশাপাশি সেখানে তিনি শাহরুখ খান, চিরঞ্জীবী, রাম চরণ এবং অন্যান্য প্রযোজকদের ধন্যবাদ জানান। যারা তাদের সিনেমার ফুটেজ ব্যবহারে কোনো বাধা দেননি এবং সহজেই অনুমতি দিয়েছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC