
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের চলমান প্রক্রিয়াকে কলুষিত করার চেষ্টাকারী এক প্রতারককে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে নওগাঁ শহরের মল্লিকপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুল মতিন (৫৩) নামের ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল পৌরসভা এলাকায় ওঁৎ পেতে ছিল। এ সময় আব্দুল মতিন এক চাকরিপ্রার্থীর অভিভাবকের কাছ থেকে নগদ অর্থ ও একটি ব্ল্যাংক চেক নিচ্ছিলেন। ঠিক তখনই তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। অভিযোগ রয়েছে, মতিন ওই অভিভাবককে তার ছেলের পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন এবং এর বিনিময়ে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন। গ্রেপ্তারের সময় তিনি একটি চুক্তিনামায় স্বাক্ষর করছিলেন বলেও জানিয়েছে পুলিশ।
পরবর্তীতে মতিনের বাড়িতে অভিযান চালিয়ে আরও একটি চাঞ্চল্যকর চুক্তিপত্র উদ্ধার করা হয়েছে। ওই চুক্তিপত্রে দেখা যায়, অন্য এক প্রার্থীর পরিবারের সঙ্গে পুলিশের চাকরির বিনিময়ে ১০ লাখ টাকার রফাদফা হয়েছিল।
নওগাঁ সদর থানা সূত্রে খবর, গ্রেপ্তারকৃত আব্দুল মতিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তার বাবার নাম মৃত মোয়াজ্জেম হোসেন এবং মায়ের নাম জাহানারা বেওয়া।
জেলা পুলিশ জানিয়েছে, কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে এর আগেও জেলায় সক্রিয় দালালচক্রের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রটি সাধারণ মানুষের সরল বিশ্বাস এবং চাকরিপ্রার্থীদের দুর্বলতার সুযোগ নিয়ে অবৈধভাবে অর্থ উপার্জনের অপচেষ্টা চালায়।
নওগাঁ জেলা পুলিশ সুপার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও মেধার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে। কোনো প্রকার আর্থিক লেনদেন বা তদবিরের কোনো সুযোগ নেই। তিনি সকলকে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভ্রান্ত না হওয়ার এবং কোনো প্রকার দালালচক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।