ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি সংহতি জানাতে রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় পূর্বনির্ধারিত ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্ট সাময়িক স্থগিত করেছে আয়োজক ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।
মঙ্গলবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি। মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষ্যে ১১ এপ্রিল ঢাকার মানিক মিয়া এভিনিউ এবং একই দিনে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ার আলাদা ভেন্যুতে এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তীতে তারিখ পরিবর্তন করে ১২ এপ্রিল নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত তা স্থগিত করা হলো।
‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান। তবে কনসার্ট স্থগিতের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর, যিনি এই আয়োজনে অংশ নেওয়ার কথা ছিল।
বিষয়টি নিয়ে মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগপূর্ণ স্ট্যাটাস দেন আসিফ। তিনি লেখেন, “এই দেশ নয়, ঐ দেশ নয়- শুধু মেড ইন বাংলাদেশি শিল্পীদের নিয়ে সবার আগে বাংলাদেশ কনসার্ট।”
ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিতে গভীর দুঃখ প্রকাশ করে আসিফ আরও বলেন, “দীর্ঘ ক্যারিয়ারে আমি একটা বিষয় সবসময় লক্ষ্য করেছি- যে কোন কিছু দুনিয়াতে ঘটলে সবার আগে আক্রান্ত হয় বাংলাদেশের শিল্পীরা। করোনাকালীন সময়ের কঠিন বাস্তবতা ভুলে যাওয়া সম্ভব নয়। শিল্পী মিউজিশিয়ানদের পেশা বদল এবং ঢাকা ছেড়ে চলে যাওয়ার আর্তনাদগুলো ভুলে যাইনি।”
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টকে দেশীয় শিল্পীদের জন্য একটি আশার আলো হিসেবে দেখছিলেন আসিফ। কনসার্ট স্থগিত হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, “স্থগিত হয়ে যাওয়ার কারনে শিল্পী মিউজিশিয়ান সাউন্ড লাইট স্টেজ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সবাই আবারো নিরাপত্তাহীনতার আরেকটা নজির প্রত্যক্ষ করলো, কোটি মানুষ যে কনসার্টের অপেক্ষায় ছিল- তারাও বঞ্চিত হলো।”
পরবর্তীতে এই কনসার্টের আয়োজন করা হলেও সেখানে আর অংশ নিতে চান না বলে স্পষ্ট জানিয়ে দেন আসিফ। তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে হতাশ। আমার টিমকে বলে দিয়েছি, বাংলাদেশের অভ্যন্তরে কনসার্ট আমাদের জন্য আসলে অধরাই রয়ে গেল। সারা পৃথিবী চলবে, শুধু বাংলাদেশের শিল্পীরা আশায় আশায় বেঁচে থাকবে- সেটা হবে না। সবার আগে বাংলাদেশ কনসার্টের জন্য আবারো একটা ডেট হবে, কনসার্টও হবে- তবে আমি আর থাকতে চাই না।”
আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে এই গায়ক আরও বলেন, “আমি শিল্পী, এটা আমার আয় রোজগারের জায়গা। এই জায়গাটা আবারো সিদ্ধান্তের খড়গে পড়ে আরো যেন অনিশ্চিত না হয়ে যায়!! যথেষ্ট হয়েছে। এগিয়ে যাক সবার আগে বাংলাদেশ কনসার্ট- শুভকামনা রইলো। আমি রুপকথার সেই অন্ধ রাজকুমারের মত আগের জায়গাতেই থাকি।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC