ডিসেম্বর ৫, ২০২৪

বৃহস্পতিবার ৫ ডিসেম্বর, ২০২৪

কঠিন সময় পার করছে বাংলাদেশ, ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধান উপদেষ্টা

Rising Cumilla - Muhammad Yunus
ছবি: সংগৃহীত

বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে উল্লেখ করে অতীতের যেকোনো সময়ের চেয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা একথা বলেন।

অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস বলেন, জাতীয় বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয়।

সশস্ত্র বাহিনীর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ সুনাম কুড়িয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।