
রাইজিং ডেস্ক
দেশের ছোটপর্দার তারকা অর্চিতা স্পর্শিয়া আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। পর্দার মিষ্টি হাসির আড়ালে এবার বেরিয়ে এল তীক্ষ্ণ বাস্তবের কণ্ঠস্বর। সোশ্যাল মিডিয়ায় নারীদের নিয়ে কটূ মন্তব্য, গুজব আর অপমানজনক কথাবার্তায় ক্ষুব্ধ হয়ে খোলাখুলি অবস্থান নিলেন তিনি।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অর্চিতা স্পর্শিয়া বলেন, “যাকে নিয়ে যা ইচ্ছা তা বানিয়ে বলে দিলেই কিছু প্রমাণ হয় না। না তো যাকে ছোট করার চেষ্টা করেন সে ছোট হয়, না তো কাউকে ছোট করে আপনি বড় হন। অযথা শুধু নোংরামি ছড়ানো হয়।কটূক্তিকারীদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে স্পর্শিয়া আরও বলেন, “আর কোনো মেয়েকে নিয়ে বাজে কথা বলা পারিবারিক মানসিক অসুস্থতা। দেশ, সমাজ এবং আমাদের জীবন চলা উচিত— সুস্থ রাজনীতি, সুস্থ মন-মানসিকতা এবং সুশিক্ষার ওপর।”
অর্চিতার এই সোজাসাপ্টা ও দৃঢ় বক্তব্য দ্রুতই অনলাইনে ছড়িয়ে পড়ে। অনেকেই তার এই অবস্থানের প্রশংসা করছেন। কেউ কেউ বিষয়টিকে বর্তমান সমাজে নারীদের প্রতি অবমাননাকর আচরণের বিরুদ্ধে একটি জোরালো প্রতিবাদ হিসেবে দেখছেন। তবে ঠিক কী কারণে বা কোন ঘটনার প্রেক্ষিতে স্পর্শিয়া এই স্ট্যাটাস দিয়েছেন, সে বিষয়টি তিনি পরিষ্কার করেননি।
উল্লেখ্য, অর্চিতা স্পর্শিয়ার অভিনয়জীবন শুরু হয়েছিল ‘প্যারাসুট’ তেলের ‘বন্ধু তিন দিন’ শিরোনামের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে, যা সেসময় ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর একের পর এক নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে নিজের প্রতিভার ছাপ রেখে দর্শকদের প্রিয় মুখ হয়ে উঠেছেন তিনি। বিশেষ করে ‘ইম্পসিবল ৫’ নাটকে তার অভিনয় ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা এনে দেয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC