বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত পাকিস্তান নিয়ে আবোল-তাবোল মন্তব্য করাতে চড় মারার ইচ্ছা প্রকাশ করেছেন পাক অভিনেত্রী নওশীন শাহ।
সম্প্রতি পাকিস্তানের মোমিন শাকিবের শো ‘হাদ কর দি’তে উপস্থিত হয়ে এ ইচ্ছার কথা জানান নওশীন।
কঙ্গনাকে উদ্দেশ্য করে পাক অভিনেত্রী বলেন, পাকিস্তানকে নিয়ে তার কোনো ধারণা নেই। যা মনে আসে তাই বলে। কখনো কঙ্গনার সঙ্গে দেখা হলে কষে দুটো চড় মারতে চাই।’ কঙ্গনার প্রতি তার পরামর্শ ‘ কারও দেশ নিয়ে কথা না বলে বরং নিজের অভিনয়, বিতর্ক এবং প্রেমিকদের দিকে মনোযোগ দিন।’
আরো বলেন,ওনার (কঙ্গনা) কোনো জ্ঞান নেই কিন্তু দেশ নিয়ে কথা বলছে, সেটাও অন্য কারো দেশ নিয়ে। আপনার নিজের দেশের ওপর, আপনার অভিনয়ে, আপনার নির্দেশনার দিকে মন দিন..’
কঙ্গনার দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে নওশীন আরও বলেন,পাকিস্তানে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা হয়? আপনি কীভাবে পাকিস্তান সেনাবাহিনী সম্পর্কে জানলেন? আপনি কীভাবে আমাদের দেশের এজেন্সিগুলো সম্পর্কে জানেন? আমরা তো নিজেরাই জানি না, যে এই এজেন্সিগুলো আমাদের দেশে আছে। সেনাবাহিনী আমাদের দেশের, ওরা এই জিনিসগুলো আমাদের সাঙ্গে শেয়ার করেন না। এগুলো গোপনীয়, তাই না?’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC