হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে মতিউর (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৭ এপ্রিল) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।
মৃত পর্যটকের নাম মতিউর রহমান (৪০)। তিনি কুমিল্লার বুড়িচং এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি বৃহস্পতিবার কক্সবাজার এসে হোটেল মোটেল জোনের সি ভিউ নামে একটি হোটেলে ওঠেন।
জানা গেছে, সকালে ওই পর্যটক সুগন্ধা পয়েন্টের সৈকতে নেমে লাইভগার্ডের টাওয়ারের পাশে গিয়ে দাঁড়ান। এ সময় তিনি হঠাৎ পড়ে যান।
পরে লাইফগার্ড ও বিচ কর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক গাজী মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।'
এ বিষয়ে কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক জানান, ' আনার আগেই ওই পর্যটকের মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে এই পর্যটকের মৃত্যু হয়েছে।'
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC