বুধবার ২০ আগস্ট, ২০২৫

কক্সবাজারে মার্কিন নাগরিককে শ্লীলতাহানির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

US citizen sentenced to 7 years in prison for molestation in Cox's Bazar
কক্সবাজারে মার্কিন নাগরিককে শ্লীলতাহানির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড | ছবি: পুলিশের সৌজন্যে

কক্সবাজারে এক মার্কিন নারী নাগরিককে শ্লীলতাহানির ঘটনায় তারিকুল ইসলাম ওরফে ছুইল্ল্যা তারেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অর্থ অনাদায়ে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম জিল্লুর রহমান এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। তারিকুল ইসলাম কক্সবাজার পৌরসভার মোহাজেরপাড়ার বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ তাওহীদুল আনোয়ার জানান, ঘটনার শিকার এলিজাবেথ হেলটন কিম্মেল নামে ওই মার্কিন নারী তার স্বামীর চাকরির সুবাদে কক্সবাজারে থাকতেন। গত ১০ মার্চ সকালে তিনি এক নারী বন্ধুর সাথে প্রাতঃভ্রমণে বের হন। সার্কিট হাউস এলাকায় পৌঁছালে আসামি তারিকুল ইসলাম তাকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন।

পরের দিনই ভুক্তভোগী কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ দ্রুত তদন্ত শেষে ১২ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেয়। মাত্র দু’দিনের মধ্যেই অভিযোগপত্র জমা দেওয়া হয়।

এরপর ১৮ মার্চ আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। ২১ মার্চ থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ ও বিচার কার্যক্রম। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার আদালত আসামির বিরুদ্ধে এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এই রায়কে ন্যায়বিচারের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন