
ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় ক্যাম্পাসের মূল ফটক থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিজয় সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবু সাঈদ গেইটে এসে সমবেত হয়।সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা ওসমান হাদীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেন তারা।
এসময় শিক্ষার্থীরা ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো’, ‘হাদির ওপর হামলা কেন, জবাব চাই জবাব চাই’, ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘সন্ত্রাস রাজনীতি, একসাথে চলে না’, ‘হাদী ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়৷
বেরোবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান জয় বলেন, আমাদের হাদী ভাই যিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একজন অগ্রগামী সৈনিক ছিলেন তার উপর আজকে এরকম ন্যক্কারজনক হামলার দায় ইন্টেরিম প্রশাসনকে নিতে হবে। যারা হাদীর উপর হামলা করল আমরা জানি তারা কারা, তাঁরা সেই সন্ত্রাসীরা যারা তাঁর রাজনীতি পছন্দ করেনা তারাই তাকে হামলা করেছে। এর জবাব প্রশাসনকে দিতে হবে কেন তাঁরা হাদীকে নিরাপত্তা দিতে পারল না, চব্বিশের বিপ্লবীদের তাঁরা কেন নিরাপত্তা দিতে পারল না।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, দীর্ঘদিন বাংলাদেশের মানুষ সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ইন্টেরিম সরকার গতকালই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আর এর পরবর্তী সময়েই আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে বড় ভূমিকা রাখা ওসমান হাদী ভাইয়েরা, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, সেই ওসমান হাদীকে টার্গেট কিলিংয়ের শিকার করা হয়েছে। যে বা যাঁরা ওসমান হাদীকে টার্গেট কিলিং করে হত্যার শিকার করেছে তাদেরকে গ্রেফতার করে তাদের মুখোশ উন্মোচন করতে হবে৷
বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত সবাই হাদীর দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।








