ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে পাকিস্তান দলকে বিশ্বকাপে যাওয়ার অনুমতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে রাজনৈতিক কারণে ক্রিকেটে তারা বাধা সৃষ্টি করতে চায় না। তবে অনুমতি দিলেও ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে তারা।
এই বিষয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার কাছে অভিযোগ করেছিল দেশটি। অবশ্য তাতে কোনো লাভ হয়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরিস্কার জানিয়ে দেয়া হয়েছে বিশ্বকাপে অন্য দলগুলোর মতোই নিরাপত্তা পাবে পাকিস্তান। তাদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করবে না তারা। এই বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।
অরিন্দম বাগচি বলেছেন, বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলকে অন্য দলগুলোর মতোই খাতির করা হবে। এটা নিরাপত্তা সংস্থা কিংবা আয়োজকেরা নিশ্চিত করবে। আমরা অবশ্যই চাইব, নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে। তবে সেটা শুধু পাকিস্তানের জন্য নয়; বাকি সব দলের জন্যও।
আগামী ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC