সেপ্টেম্বর ৮, ২০২৪

রবিবার ৮ সেপ্টেম্বর, ২০২৪

ওবায়দুল কাদেরের সঙ্গে ‘আলোচনা সন্তোষজনক’—বললেন শিক্ষক নেতা

Rising Cumilla - Discussion with Obaidul Quader is satisfactory - said the teacher leader
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে ‘আলোচনা সন্তোষজনক’ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এবং ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকটি শেষ হয় দুপুর ১টায়।

তিনি বলেন, ‘ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক সন্তোষজনক হয়েছে। কর্মবিরতি বিষয়ে সব পক্ষের সঙ্গে বৈঠকে বসে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’

সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে নিজামুল হক বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পাশাপাশি ওবায়দুল কাদের সরকারের মন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি আমাদের নিয়ে বসেছেন।’

নিজামুল হক বলেন, ‘বৈঠকে আমাদের তিন দফা দাবি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। শিক্ষক সমিতির ফেডারেশনে আলোচনা করে মিডিয়ার সঙ্গে কথা বলবো।’

এর আগে সকাল ১১টায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক নেতারা। বৈঠকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রহিমসহ দশ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

অপরদিকে ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী সামসুন্নাহার চাঁপা, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই শিক্ষক নেতা। এছাড়া কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও।