
বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। বৈষম্যবিরোধী আন্দোলনে তিনি বেশ সক্রিয় ছিলেন। এমনকি নিজের সন্তানকে নিয়ে তিনি রাজপথেও নেমেছিলেন। গত ৫ আগস্ট একটি নতুন সরকার গঠিত হলে তিনি সেই সরকারকে দারুণভাবে সমর্থন করেন।
শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানী ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট ছোড়ার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
আহত অবস্থায় তার দলের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনার পর থেকেই দেশের রাজনৈতিক পরিবেশ বেশ উত্তপ্ত। এরই মধ্যে গায়ক আসিফ আকবর রাজনীতি নিয়ে তার নিজস্ব মতামত জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন।
শনিবার (৩০ আগস্ট) আসিফ আকবর তার ফেসবুক পোস্টে লেখেন, “আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই।”
আসিফ আকবর তার পোস্টে কারও নাম উল্লেখ না করলেও, তার ভক্ত ও অনুসারীরা মনে করছেন যে তিনি মূলত আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে ইঙ্গিত করে এই পোস্টটি করেছেন।
দুজাহান কবির দুর্জয় নামে এক অনুরাগী পোস্টের মন্তব্য কমেন্টে করেন, এই কথাটা আবার আসিব নজরুল ষাড়”কে বলেন নাই তো (ইমোজি)।
আসিফ আকবর কমেন্টের উওরে লিখেন, আপাতত নির্লজ্জ্ব হিসেবে তাকেই দেখছি।
গতকাল নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এর প্রতিবাদ জানান। আসিফ নজরুলের সেই পোস্টে মন্তব্য করে ক্ষোভ জানিয়েছেন অনেক ফেসবুক ব্যবহারকারী। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহও তার পোস্টে মন্তব্য করে তাকে দায়িত্ব ঠিকঠাক পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানীর রমনার বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির (জাপা) নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসহ চারজন আহত হন।
রাশেদ খান এক সংবাদ সম্মেলনে দাবি করেন যে মাথায় আঘাতের কারণে নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে এবং এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বর্তমানে নুর আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার জ্ঞান ফিরেছে বলেও নিশ্চিত করা হয়েছে তার ফেসবুক পেজ থেকে।