বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। ভালো দেশ গঠনে সকলের সহযোগিতা লাগবে। এ দেশ কে সকলে মিলে গড়তে হবে।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাসে সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, জামায়াত ইসলামী চায় সমস্ত মানুষ দল-ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষ হিসেবে এ দেশে সম্মানের সঙ্গে বসবাস করবে। নতুন স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তারাও এমন একটি দেশ চায়। ছাত্র সমাজের স্বপ্নের বাংলাদেশ গঠনে তাদের স্বপ্ন পূরণে সর্বশক্তি নিয়োগ করা হবে বলে সবাইকে আশ্বস্ত করেন তিনি।
চুয়াডাঙ্গা থেকে রাজশাহী যাওয়ার পথে বনপাড়ায় যাত্রা বিরতি করেন। সংক্ষিপ্ত পথসভার পরে রাজশাহীর উদ্দেশে রওনা হন জামায়াতে ইসলামীর আমিরের বহর।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC