জানুয়ারি ২৭, ২০২৫

সোমবার ২৭ জানুয়ারি, ২০২৫

এ.কে চৌধুরী নূরানী ও হাবিবিয়া হাফেজিয়া মাদরাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

AK Chowdhury Noorani and Habibia Hafezia Madrasa held Tafseerul Quran Mahfil
ছবি: প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে এ.কে চৌধুরী নূরানী ও হাবিবিয়া হাফেজিয়া মাদরাসার বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে নোয়াখালীর কবিরহাটের নরোত্তমপুর ইউনিয়নের মনি নগর নগর এ.কে চৌধুরী নূরানী ও হাবিবিয়া হাফেজিয়া মাদরাসা মাঠে এ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মনি নগর নগর এ.কে চৌধুরী নূরানী ও হাবিবিয়া হাফেজিয়া মাদরাসা এবং যুব সমাজের এ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করে।

ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,চট্রগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোরআনিক সাইন্স ও ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক মাওলানা ড.মো.লুৎফুর রহমান আল আযহারী।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চট্রগ্রামের কর্নেলহাট বায়তুল শরফ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ফজলে এলাহী ত্বহা।