
আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে ২০২৫ এশিয়া কাপের আসর। এবারের আসরের আয়োজক ভারত হলেও পরিবর্তিত পরিস্থিতিতে ভেন্যু বদলানো হয়।
রবিবার (৩ আগস্ট) এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। এবারের টুর্নামেন্টে মোট ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৮টি হবে আবুধাবিতে এবং বাকি ১০টি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।
বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি:
এবারের আসরে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। টুর্নামেন্টে টাইগারদের জন্য কিছুটা বাড়তি সুবিধা হলো, গ্রুপ পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে একই ভেন্যু অর্থাৎ আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশের ম্যাচের সময়সূচি (বাংলাদেশ সময়):
- ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): হংকং (রাত ৮টা)
- ১৩ সেপ্টেম্বর (শনিবার): শ্রীলঙ্কা (রাত ৮টা)
- ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার): আফগানিস্তান (রাত ৮টা)
অন্যান্য গ্রুপ ও গুরুত্বপূর্ণ ম্যাচ:
‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। এই গ্রুপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি হবে ১৪ সেপ্টেম্বর, যখন চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান দুবাইয়ে মুখোমুখি হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৯ সেপ্টেম্বর মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সুপার ফোর পর্বে খেলার সুযোগ পাবে। সেখানে চারটি দল একে অপরের বিপক্ষে খেলবে। সুপার ফোরের পয়েন্ট তালিকায় শীর্ষ দুটি দল খেলবে ২৮ সেপ্টেম্বর ফাইনাল।