শেষ হয়েছে এশিয়া কাপের এবারের আসর। এবারের কাপ ঘরে তুলে নিয়েছেন ভারত। তবে এখন প্রশ্ন আসতে পারে কাপ বিজয়ী থেকে শুরু করে কে কতো টাকা পেলেন। তাহলে চলুন জেনে নেই কে কতো পেলেন।
শিরোপা জিতে ২ লাখ ডলার আর্থিক পুরস্কার পেয়েছে ভারত। এই টাকা দলের সব সদস্য এবং সাপোর্ট স্টাফদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়।
অপরদিকে ফাইনালে হেরে রানার্সআপ হওয়া শ্রীলঙ্কা পেয়েছে ১ লাখ ডলার। এশিয়া কাপের সুপার ফোরে খেলা বাংলাদেশ ও পাকিস্তান পায় ৫১ লাখ টাকা করে। পঞ্চম স্থান অধিকারী আফগানিস্তান পেয়েছে ১০ লাখ টাকা।
তবে প্রথমবার এশিয়া কাপ খেলতে এসে ষষ্ঠ দল হিসেবে শেষ করা নেপাল কোনো অর্থ পায়নি।
এদিকে প্রতিটি ম্যাচের সেরা ক্রিকেটার ৪ লাখ টাকা করে পান। ফাইনাল ম্যাচে ৬ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়ে ৪ লাখ টাকা পেয়েছেন মোহাম্মদ সিরাজ। পুরো টাকাই মাঠকর্মীদের দান করে দিয়েছেন তিনি। ফাইনালে সেরা ক্যাচের পুরস্কার হিসেবে আড়াই লাখ টাকা পেয়ে থাকেন রবীন্দ্র জাদেজা।
এছাড়া টুর্নামেন্ট সেরা হয়ে প্রায় সাড়ে ১২ লাখ টাকা পেয়েছেন কুলদীপ যাদব।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC