এবারের এশিয়া কাপের ১৬তম আসরে পাকিস্তান-নেপালের ম্যাচ দিয়ে পর্দা উঠেছে। এদিকে আজ থেকে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩ টায়।
এদিকে গত আসরের চ্যাম্পিয়নরা আবার খেলছে ঘরের মাঠে। সবমিলিয়ে শুরুতেই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন মুশফিক ও তাসকিনরা। গ্রুপপর্বে রয়েছে মাত্র দুটি ম্যাচ। তাই এই ম্যাচে হারা দলের জন্য সেরা চারের রেসে টিকে থাকাটা খুবই কঠিন হয়ে পড়বে। আর জয়ী দলের জন্য পথটা হয়ে যাবে খুবই মসৃণ।
‘বি’ গ্রুপে তৃতীয় দলটি আফগানিস্তান। আগামী রোববার লাহোরে আফগানদের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে সাকিবরা। গ্রুপ থেকে দুটি দল জায়গা করে নেবে সুপার ফোরে। আর একটি দল বিদায় নেবে প্রথম রাউন্ড থেকেই।