অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এশিয়া কাপের ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তবে ১৭ জনের এ স্কোয়াডে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের। সাকিব আল হাসানকে করা হয়েছে ওয়ানডে অধিনায়ক।
শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় টাইগারদের এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করা হয়। আগামী ১৭ আগস্ট থেকে শ্রীলঙ্কা ও পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বেধে দেওয়া নিয়ম অনুযায়ী ১২ আগস্টের মধ্যে দল ঘোষণার বাধ্যবাধকতা ছিল। কিন্তু অধিনায়ক চূড়ান্ত না হওয়ায় দল ঘোষণা করা যাচ্ছিল না, শেষ দিনে এসে দল ঘোষণা করলো বাংলাদেশ।
বিসিবির ১৭ জনের এ স্কোয়াডে ওপেনিংয়ে লিটন দাসের পার্টনার হিসেবে থাকবেন তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। আর, ব্যাটিং অর্ডারের ৭ নম্বরে খেলার জন্য রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি ও আফিফ হোসেনকে।
দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন শেখ মাহেদী হাসান। সেই সাথে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ওপেনার তানজিদ তামিম।
এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও নাঈম শেখ।