ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ ফাইনালে খেলবে ভারত-শ্রীলঙ্কা

India-Sri Lanka will play the final today in the fight for excellence in Asia Cup 2023
এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ ফাইনালে খেলবে ভারত-শ্রীলঙ্কা। ছবি: সংগৃহীত

এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য এশিয়া কাপের ফাইনালে আজ রোববার মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। 

এদিকে শ্রীলঙ্কা বর্তমান চ্যাম্পিয়ন। তবে র‌্যাঙ্কিংয়ে তারা আট নম্বরে। লঙ্কানদের বড় শক্তি তারা আজ খেলবে ঘরের মাঠে। গ্যালারি পক্ষে থাকা মানেই ক্রিকেটারদের জন্য বাড়তি অনুপ্রেরণা। তাই ভারতকে হারিয়ে যদি লঙ্কানরা চ্যাম্পিয়ন হন তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।

মহাদেশীয় এ টুর্নামেন্টে এ পর্যন্ত ভারত-শ্রীলংকা ১৩বার শিরোপা জিতেছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যকার লড়াই পুরো বিশ্বেই ভক্তদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে থাকলেও এশিয়া কাপ ফাইনাল খেলার সমৃদ্ধ ইতিহাস রয়েছে শ্রীলংকার। বড় কথা হচ্ছে, এশিয়া কাপ ফাইনালে কখনো মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান।

গত শুক্রবার সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে ৬ রানে হেরে এবারের আসরে অপরাজিত থাকার রেকর্ড ভেঙ্গে গেছে ভারতের।

তবে ভারত এমন ভারসাম্যপূর্ণ দল, তাদের ভেন্যু কোনো বিষয় নয়, যে কোনো প্রতিপক্ষকে যে কোনো মাঠে গুঁড়িয়ে দেওয়ার মতো একদল পরীক্ষিত সৈনিক আছে তাদের। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং- তিন বিভাগেই দুর্দান্ত ভারত।

এদিকে আগামী ৫ অক্টোবর থেকে ঘরের মাঠে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে এশিয়া কাপের অষ্টম শিরোপা জয় ভারতকে আত্মবিশ্বাসী করবে বলে জানান গিল।

এদিকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল এখন ঢাকায়।