মঙ্গলবার ১৩ জানুয়ারি, ২০২৬

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমাল সরকার, দাম কমার আশা ভোক্তাদের

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - LP gas
এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমাল সরকার, দাম কমার আশা ভোক্তাদের

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে জারি করেছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আমদানি করা এলপিজির ওপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে স্থানীয় পর্যায়ে এলপিজির ভ্যাট ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এলওএবি)-এর সঙ্গে আলোচনার ভিত্তিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ভোক্তা পর্যায়ে এলপিজির দাম সহনীয় করা এবং জ্বালানি বাজারে সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিত করা।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রস্তাবিত শুল্ক পুনর্বিন্যাস কার্যকর হলে দেশের সাধারণ ভোক্তাদের জীবনযাত্রার ব্যয়ে সরাসরি ইতিবাচক প্রভাব পড়তে পারে।

এদিকে, অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে সারাদেশে সিলিন্ডার বিক্রি ও সরবরাহ কার্যক্রম বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ভোক্তারা।

খুচরা পর্যায়ে কোনো দোকানেই এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। হোটেল ও রেস্তোরাঁগুলো বিকল্প উপায়ে রান্নার কাজ চালু রাখলেও, অনেক বাসাবাড়িতে চুলা জ্বলছে না। ফলে একপ্রকার জিম্মি অবস্থায় পড়েছেন সাধারণ ভোক্তারা।

আরও পড়ুন