ফুটবল বিশ্বে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের অপর নাম ব্যালন ডি’অর। এই সোনালী ট্রফি হাতে ওঠা মানেই ফুটবল ইতিহাসে অমরত্বের পথে আরও একধাপ এগিয়ে যাওয়া। দীর্ঘ দেড় দশক ধরে এই পুরস্কারের মঞ্চ কাঁপিয়েছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
আটটি ব্যালন ডি’অর জিতে মেসি যেখানে অনন্য উচ্চতায়, সেখানে পাঁচটি নিয়ে তার পরেই বিরাজ করছেন রোনালদো। তবে সময়ের চাকা ঘুরেছে, এবার নতুন তারাদের আলো ঝলমল করছে ব্যালন ডি’অরের আঙিনা।
২০২৪-২৫ মৌসুমের চোখ ধাঁধানো পারফরম্যান্সের নিরিখে ব্যালন ডি’অরের দৌড়ে এখন বার্সেলোনার জয়জয়কার। মাঠের পারফর্ম, সম্ভাব্য শিরোপা এবং ব্যক্তিগত পরিসংখ্যানে ঈর্ষণীয় সাফল্যের দৌলতে এই কাতালান ক্লাবের তিন খেলোয়াড় উঠে এসেছেন সেরা চারে!
জনপ্রিয় ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোলডটকমের সাম্প্রতিকতম ব্যালন ডি’অর র্যাঙ্কিং সেই কথাই বলছে।
তালিকার শীর্ষে রয়েছেন বার্সার প্রাক্তন তারকা উসমান দেম্বেলে, যিনি বর্তমানে খেলছেন পিএসজির জার্সিতে। গত মাসে দ্বিতীয় স্থানে থাকা এই ফরোয়ার্ড চলতি মৌসুমে ৩৫টি গোল করার পাশাপাশি ১১টি অ্যাসিস্টও করেছেন। ইতিমধ্যেই জিতে নিয়েছেন লিগ শিরোপা ও ট্রফি দে চ্যাম্পিয়নস।
দ্বিতীয় স্থানে চমক দেখিয়েছেন বার্সেলোনার তরুণ তুর্কি লামিন ইয়ামাল। আগের মাসের তৃতীয় স্থান থেকে উঠে এসে এই তরুণ উইঙ্গার এই মৌসুমে ১৬টি গোল ও ২৫টি অ্যাসিস্ট করে ফেলেছেন। তার ঝুলিতে ইতিমধ্যেই উঠেছে সুপারকোপা দে এস্পানিয়া ও কোপা দেল রে’র শিরোপা। শুধু তাই নয়, লিগ শিরোপা জয়ের হাতছানি তো আছেই, পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের স্বপ্নও দেখছে বার্সা।
তালিকায় তৃতীয় স্থানেও বিরাজ করছেন বার্সেলোনার আরেক তারকা, ব্রাজিলিয়ান রাফিনহা। গত মাসে যিনি ছিলেন শীর্ষে। এই মরসুমে ৩৫ গোল ও ২৫টি অ্যাসিস্ট করে তিনিও সুপারকোপা দে এস্পানিয়া ও কোপা দেল রে’র স্বাদ পেয়েছেন। লিগ এবং চ্যাম্পিয়নস লিগ জয়ের দৌড়ে তিনিও সমানভাবে শামিল।
চতুর্থ স্থানে উঠে এসেছেন বার্সার স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। গত মরসুমে ষষ্ঠ স্থানে থাকা এই প্রতিভাবান ফুটবলার চলতি মৌসুমে ৬টি গোল করার পাশাপাশি ৮টি অ্যাসিস্ট করেছেন। সুপারকোপা দে এস্পানিয়া ও কোপা দেল রে’র শিরোপা তারও দখলে। লিগ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের হাতছানি তার সামনেও খোলা।
সেরা চারে বার্সার একচ্ছত্র আধিপত্য নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রে। তবে পঞ্চম স্থানে লড়াই জারি রেখেছেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। এই মৌসুমে ৩৬ গোল ও ২৪টি অ্যাসিস্ট করা সালাহ প্রিমিয়ার লিগের স্বাদ পেলেও চ্যাম্পিয়নস লিগ থেকে তার দল ছিটকে যাওয়ায় কিছুটা পিছিয়ে পড়েছেন।
ষষ্ঠ থেকে দশম স্থানেও রয়েছে একঝাঁক তারকা ফুটবলার। তালিকায় রয়েছেন বার্সার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি, পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা, বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন, পিএসজির কিলিয়ান এমবাপ্পে এবং নুনু মেন্ডেস।
তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই সেরা দশের তালিকায় জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামের!
ব্যালন ডি’অর জয়ের লড়াই যত ঘনিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে বিশ্ব ফুটবলে বার্সেলোনার দাপট। মাঠের সাফল্য, ব্যক্তিগত পরিসংখ্যান এবং শিরোপা জয়ের সম্ভাবনা—সবকিছুই যেন কাতালান ক্লাবটির দিকেই ইঙ্গিত করছে।
মেসি-রোনালদোর দীর্ঘ রাজত্বের পর কি এবার ফুটবল বিশ্ব নতুন কোনো রাজার অভিষেক দেখতে চলেছে? সময়ই এর উত্তর দেবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC