ভারতীয় চিত্রনাট্যকার ও নির্মাতা সৌমিক সেন মহান মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন। এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে চিত্রনায়ক আরিফিন শুভকে।
তার সঙ্গে এতে জুটি বাঁধবেন সৌরসেনী মৈত্র। এমনটাই বলছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
গুঞ্জন, চিত্রনাট্যের প্রাথমিক খসড়া হয়ে গেছে। দুই অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক কথা বলাও নাকি শেষ। সব ঠিক থাকলে শিগগিরিই শুটিং শুরু হবে বলে জানা গেছে।
তবে এই বিষয়ে শিল্পী কিংবা পরিচালক কেউই কোনোকিছু স্পষ্ট করেননি। এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে নির্মাতা বলেন, বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না।
শোনা যাচ্ছে, সিরিজটির প্রযোজনায় থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়। সৌমিকের আগামী কাজ দেখা যেতে পারে সোনি লিভে।
উল্লেখ্য, সৌমিক এর আগেও একাধিক সিনেমা পরিচালনা করেছেন। তার মধ্যে আছে ‘গুলাব গ্যাং’, ‘মহালয়া’। কাহিনিকার-চিত্রনাট্যকার-পরিচালকের পাশাপাশি তিনি গীতিকারও।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC