আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে পুরোদমে। এই নির্বাচনে ভোটার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনের তুলনায় এবার প্রায় ৩ হাজার অতিরিক্ত ভোটকেন্দ্র যুক্ত হতে যাচ্ছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী নির্বাচনে সম্ভাব্য ভোটার সংখ্যা হতে পারে ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন। এই বিপুল সংখ্যক ভোটারের জন্য ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৪৫,০৯৮টি। এর মধ্যে ভোটকক্ষ থাকবে মোট ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি।
সভায় উল্লেখ করা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। সে সময় ভোটকেন্দ্র ছিল ৪২,১৪৮টি এবং ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি। কিন্তু আসন্ন নির্বাচনে প্রায় ৩,০০০ অতিরিক্ত ভোটকেন্দ্র যুক্ত হওয়ায় ভোটকেন্দ্রের সংখ্যা বেড়েছে। ভোটকক্ষের সংখ্যাও ১৯,০০০ বেড়েছে, যা মোট ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি।
সভায় জানানো হয়, ভোটগ্রহণের জন্য প্রায় ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, পূর্ববর্তী নির্বাচনের তুলনায় ১০% বেশি কর্মকর্তাকে প্যানেলে রাখা হয়েছে, যাদের মধ্যে ৫% অতিরিক্ত কর্মকর্তা প্রশিক্ষণপ্রাপ্ত।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC