বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার প্রেসিডেন্ট ও সেক্রেটারির নাম প্রকাশ্যে এসেছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের প্রেসিডেন্ট লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ইউসুফ ইসলাহি এবং সেক্রেটারি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম। তারা দু'জনেই বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার (১৯ নভেম্বর) কুবি ছাত্র শিবিরের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ১৮ তম আবর্তনের শিক্ষার্থীদের 'নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন'—বিষয়ক অনুষ্ঠানে সাংবাদিকদের দাওয়াত দিলে তাঁদের পরিচয় পাওয়া যায়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সাংবাদিককে ফোন করেন ওই সংগঠনের সেক্রেটারি মাজহারুল ইসলাম। তখন তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি রির্সোটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৮তম আবর্তনের শিক্ষার্থীদের “ নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন” এই নামে একটি অনুষ্ঠান হবে বলে জানান।
এসময় সাংবাদিককে ওই অনুষ্ঠানের সংবাদ কভারেজ করতে অনুরোধ করেন। পরে ওই সাংবাদিকের প্রশ্নের জবাবে ছাত্র শিবিরের প্রেসিডেন্টের নাম পরিচয়ও জানান তিনি। কমিটির অন্যান্য সদস্যদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে অন্যান্য সদস্যদের নাম প্রকাশ করা হবে।'
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC