
রাইজিং কুমিল্লা অনলাইন
সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ উল্লেখ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরেছে। বাতিল হয়েছে এ সংক্রান্ত আগের রায়।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আজ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে করা রিভিউ আবেদনের ওপর রায় ঘোষণার তারিখ নির্ধারিত ছিল। আপিল বিভাগের কার্যতালিকার ১ নম্বরে ছিল মামলাটি। রায়ের ফলে সংবিধানে আবারও যুক্ত হবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার।
এর আগে ১০ কার্যদিবস আপিল বিভাগে শুনানি হয়। শুনানিতে বিএনপি, জামায়াতসহ ৫ পক্ষের রিভিউ আবেদনকারীদেন আইনজীবীরা অংশ নেন। আর রাষ্ট্রপক্ষে শুনানিকরেন অ্যাটর্নি জেনারেল। উভয়পক্ষই আপিল বিভাগের পূর্বের রায় বাতিল করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চায়।
এ সংক্রান্ত আবেদেনর শুনানিতে সকল পক্ষই আগে আদালতে মত দেন, রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও তা যেন কার্যকর হয় আগামী নির্বাচনের পরের নির্বাচন থেকে। আগামী নির্বাচন বর্তমান সরকারই পরিচালনা করবে বলে মত দিয়েছিল সব পক্ষ।
২০১১ সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রধানবিচারপতি খায়রুল হক সংবিধানের ১৩তম সংশোধনী অবৈধ ঘোষণা কর৷ রায় দিয়ে তত্ত্বাধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC