এপ্রিল ২৬, ২০২৫

শনিবার ২৬ এপ্রিল, ২০২৫

এবার নতুন রাজনৈতিক দল নিয়ে আসলেন ইলিয়াস কাঞ্চন

ছবি: সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’। দলটির মূলমন্ত্র— ‘গড়বো মোরা ইনসাফের দেশ’।

আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন দলের নাম ঘোষণা করেন ইলিয়াস কাঞ্চন। দুপুর ১২টায় এই আনুষ্ঠানিকতা শেষ হয়।

নবগঠিত ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইলিয়াস কাঞ্চন। দলের মহাসচিব হয়েছেন প্রবীণ সাংবাদিক শওকত মাহমুদ এবং মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন।

এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ দেখা গেছে। রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সাবেক সরকারি কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা এই দলে যোগ দিয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৩ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর থেকেই ইলিয়াস কাঞ্চন সড়ক নিরাপত্তার দাবিতে দীর্ঘ সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন। এর আগে বিভিন্ন মহল থেকে তাকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানানো হলেও, এই প্রথমবার তিনি সরাসরি সক্রিয় রাজনীতিতে যুক্ত হলেন।

ইলিয়াস কাঞ্চন ২০২২-২০২৪ মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শিল্পকলায় অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বাচসাস পুরস্কারে ভূষিত হয়েছেন।

অন্যদিকে, ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর মহাসচিব শওকত মাহমুদ জাতীয় প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পূর্বে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন, তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৩ সালের ২১ মার্চ তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

এর আগে, গত ১৭ এপ্রিল ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন এবং গণঅধিকার পরিষদের সাবেক নেত্রী ফাতিমা তাসনিমের নেতৃত্বে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ নামে আরেকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছিল। ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।