
২০২৪ সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে দর্শক মহলে প্রশংসিত হয়েছিল সরকারি অনুদানের সিনেমা ‘দেয়ালের দেশ’। শরিফুল রাজ ও শবনম বুবলী অভিনীত এই ছবিটি এবার দর্শকদের জন্য উন্মুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। গত ১৬ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে চরকিতে দেখা যাচ্ছে ভিন্ন ধারার এই সিনেমাটি।
গত বছর যেসব সিনেমা দর্শকদের নতুন অভিজ্ঞতা দিয়েছে, ‘দেয়ালের দেশ’ সেগুলোর মধ্যে অন্যতম। ছবিতে বুবলী ও রাজের অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়েছে। এটি তরুণ নির্মাতা মিশুক মনির প্রথম সিনেমা হলেও তার নির্মাণশৈলী বেশ পরিপক্বতার পরিচয় দিয়েছে।
রহস্য আর রোমান্স ঘরানার ‘দেয়ালের দেশ’ সিনেমার গল্পে নহর চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী এবং বৈশাখ চরিত্রে দেখা গেছে শরিফুল রাজকে।
এই দুই চরিত্রের এক ব্যতিক্রমী প্রেমের কাহিনি নিয়েই এগিয়েছে সিনেমার প্লট, যার সূত্রপাত হয় হাসপাতালের মর্গে! প্রধান দুই চরিত্র ছাড়াও শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, সমাপ্তি মাশুক, একে আজাদ সেতু, দীপক সুমনসহ আরও অনেক গুণী শিল্পী এতে অভিনয় করেছেন।
সিনেমাটি ওটিটিতে মুক্তি পাওয়া প্রসঙ্গে পরিচালক মিশুক মনি বলেন, “খানিকটা দেরিতে হলেও ‘দেয়ালের দেশ’ ওটিটিতে মুক্তি পাচ্ছে, এটা ভেবে ভালো লাগছে। এতে সিনেমাটি আরও বড় পরিসরে ছড়িয়ে যাবে এবং দেশ-বিদেশের দর্শকরা এখন সহজেই এটি দেখতে পারবেন।”