বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজপথে ভুমিকার জন্য বেশ কিছু ছাত্র-ছাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ফারজানা সিঁথি। তবে সরকার পতনের আগে আন্দোলনে ইতিবাচক ভূমিকায় প্রশংসা পেলেও, সরকার পতনের পরে একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে দেশব্যাপী সমালোচিত ও ভাইরাল হন তিনি।
সেসময় তার বলা ‘ইটস মাই টার্ন নাও’ কথাটি তো এতটাই ভাইরাল হয়েছে যে এখনও মানুষর মুখে মুখে শোনা যায়। এবার জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের গানের ভিডিওচিত্রে মডেল হিসেবে দেখা যাবে সিঁথিকে।
গতকাল বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আসিফ। যেখানে তার পাশে দেখা মিলেছে সিঁথি ও শেখ সাদীর। ভিডিওচিত্রে সিঁথির সঙ্গে সাদীকেও দেখা যাবে।
‘ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা/ মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা/ ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার/ ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার/ তুমি আমার এ পৃথিবী/ তুমি ছাড়া আজ সব অচেনা।’
এমন কথার গানটি আসিফ আকবর গাইবেন বাংলা ও হিন্দি দু’টি ভাষায়। ‘ইচ্ছেরা’ শিরোনামের বাংলায় গানটির কথা লিখেছেন বুদ্ধাদিত্য মুখার্জী।
হিন্দি ভাষায় গানটির শিরোনাম বেপানা দিল, কথা লিখেছেন শাদাব আখতার। গানের সুর ও সংগীত করেছেন রাজীব এবং মোনা।
আসিফ আকবরের সঙ্গে রোমান্টিক মেলোডিয়াস এ গানে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী। সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হিন্দি গান ‘বুর্জ খলিফা’ গানটি গেয়েছিলেন নিকিতা।
এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, “মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। ‘ইচ্ছেরা’ গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি- দুই ভার্সনেই রিলিজ হবে। গানটির রেকর্ডিং হয়েছে আরো পাঁচমাস আগে। এখন শুরু হবে গানের শুটিং।
তিনি আরও বলেন, নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন্যা ফারজানা সিঁথি এবং তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদীকে। আবার গানে গানে মুখর হয়ে উঠুক আমাদের পরিবেশ, প্রতিবেশ। ”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC