শোবিজ দুনিয়ায় সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরষ্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কার। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ডবলি থিয়েটারে প্রতি বছর আয়োজন করা হয় জমকালো এই অনুষ্ঠানের। অন্যান্য বছরের ধারাবাহিকতায় এবারও ২০২৫ সালের ২ মার্চ বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ৯৭তম আসরের পুরস্কার।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আমেরিকান অভিনেত্রী র্যাচেল সেনোট ও চীনা বংশোদ্ভূত আমেরিকান কমেডিয়ান বোয়েন ইয়াং মনোনীতদের নাম ঘোষণা করেন।
জানা গেছে, এবার সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্সের ক্রাইম মিউজিক্যাল সিনেমা ‘‘এমিলিয়া পেরেজ’’। সিনেমাটি ১৩টি বিভাগে মনোনয়ন পেয়েছে।
চলুন দেখে নেওয়া যাক, কোন কোন সিনেমা থেকে এবার কারা মনোনয়ন পেয়েছেন-
সেরা অভিনেতা
অ্যাড্রিয়েন ব্রডি, দ্যা ব্রুটালিস্ট
টিমোথি চালামেট, আ কমপ্লিট আননোন
কোলম্যান ডোমিঙ্গো, সিং সিং
রে ফিয়েনেস, কনক্লেভ
সেবাস্টিয়ান স্ট্যান, দ্য অ্যাপ্রেন্টিস
সেরা অভিনেত্রী
সিনথিয়া এরিভো, উইকড
কার্লা সোফিয়া গ্যাসকন, এমিলিয়া পেরেজ
মাইকি ম্যাডিসন, অ্যানোরা
ডেমি ম্যুর, দ্যা সাবস্ট্যান্স
ফার্নান্ডা টরেস, আই’ম স্টিল হিয়ার
সেরা পার্শ্ব-অভিনেতা
ইউরা বোরিসভ, অ্যানোরা
কিরান কুলকিন, অ্যা রিয়েল পেইন
এডওয়ার্ড নর্টন, আ কমপ্লিট আননোন
গাই পিয়ার্স, দ্যা ব্রুটালিস্ট
জেরেমি স্ট্রং, দ্যা অ্যাপ্রেন্টিস
সেরা সিনেমা
আনোরা
দ্যা ব্রুটালিস্ট
এ কমপ্লিট আননোন
কনক্লেভ
দুন: পার্ট টু
এমিলিয়া পেরেজ
আই’ম স্টিল হেয়ার
নিকেল বয়েজ
দ্যা সাবস্ট্যান্স
উইকড
সেরা সহ-অভিনেত্রী
মনিকা বারবারো, আ কমপ্লিট আননোন
আরিয়ানা গ্র্যান্ডে, উইকড
ফেলিসিটি জোন্স, দ্যা ব্রুটালিস্ট
ইসাবেলা রোসেলিনি, কনক্লেভ
জো সালদানা, এমিলিয়া পেরেজ
সেরা পরিচালক
আনোরা
দ্যা ব্রুটালিস্ট
এ কমপ্লিট আননোন
এমিলিয়া পেরেজ
দ্য সাবস্ট্যান্স
সেরা লাইভ-অ্যাকশন শর্ট ফিল্ম
অনুজা
আই অ্যাম নট আ রোবট
এ লিয়েন
দ্যা লাস্ট রেঞ্জার
দ্যা ম্যান হু ওয়াড নট রিমেইন সাইলেন্ট
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য
এ কমপ্লিট আননোন
কনক্লেভ
এমিলিয়া পেরেজ
নিকেল বয়েজ
গান গাও
সেরা মৌলিক চিত্রনাট্য
অ্যানোরা
দ্যা ব্রুটালিস্ট
অ্যা রিয়েল পেইন
৫ সেপ্টেম্বর
দ্যা সাবস্ট্যান্স
সেরা মৌলিক সুর
দ্যা ব্রুটালিস্ট
কনক্লেভ
এমিলিয়া পেরেজ
উইকড
দ্যা ওয়াইল্ড রোবট
সেরা মৌলিক গান
‘‘এল মাল,’’ এমিলিয়া পেরেজ
‘‘দ্যা জার্নি,’’ দ্য সিক্স ট্রিপল এইট
‘‘লাইক আ বার্ড,’’ সিং সিং
‘‘মি ক্যামিনো,’’ এমিলিয়া পেরেজ
‘‘নেভার টু লেট,’’ এলটন জন নেভার টু লেট
সেরা পোশাক নকশা
এ কমপ্লিট আননোন
কনক্লেভ
গ্ল্যাডিয়েটর ২
নোসফেরাতু
উইকড
সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং
এ ডিফারেন্ট ম্যান
এমিলিয়া পেরেজ
নোসফেরাতু
দ্যা সাবস্ট্যান্স
উইকড
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম
বিউটিফুল মেন
ইন দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রেস
ম্যাজিক ক্যান্ডিস
ওয়ান্ডার টু ওয়ান্ডার
ইয়াক!
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC