চলচ্চিত্র জগতের সবচেয়ে জমকালো আসর, ৯৭তম অস্কারে সেরা চলচ্চিত্রের মুকুট ছিনিয়ে নিয়েছে শন বেকারের 'অ্যানোরা'। শুধু তাই নয়, এই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কারও জিতে নিয়েছেন তিনি। পাশাপাশি, 'অ্যানোরা'র হাত ধরেই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মাইকি ম্যাডিসন।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো এবারের অস্কার অনুষ্ঠান। বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর সাড়ে ৫টায় শুরু হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠান।
এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। 'দ্য ব্রুটালিস্ট' সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এই সম্মাননা অর্জন করেছেন তিনি।
অস্কারের প্রথম পুরস্কারটি জিতে নিয়েছেন আমেরিকান অভিনেতা কিরান কালকিন। 'আ রিয়েল পেইন' চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন জোয়ি সালডানা। 'এমিলিয়া পেরেজ' ছবিতে একজন আইনজীবীর চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি।
একনজরে ৯৭তম অস্কারের বিজয়ীদের তালিকা:
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC