
কিংবদন্তী গায়ক আসিফ আকবরের ব্যস্ততা এখন তুঙ্গে, যেন দ্বিগুণ গতিতে চলছে তাঁর জীবন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে টানা দুই মাসের দীর্ঘ সংগীত সফর সফলভাবে শেষ করে তিনি দেশে ফিরেছেন। দেশে ফিরেই আসিফ ছুটে গেছেন তাঁর ভালোবাসার ক্রিকেট মাঠে, যেখানে তাঁর কাঁধে এসেছে নতুন এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর এই ব্যস্ততার মধ্যেই তিনি জানালেন এক দারুণ স্বপ্নের কথা: দেশের নতুন সংগীতশিল্পীদের জন্য একটি বিশ্বমানের মিউজিক স্কুল চালু করতে চান তিনি!
আসিফ আকবরের ইচ্ছা, তেজগাঁওয়ে নির্মীয়মাণ বিএফডিসি কমপ্লেক্সে তিনি তাঁর স্বপ্নের মিউজিক স্কুলটি গড়ে তুলবেন। স্কুলটি হবে যুক্তরাষ্ট্রের মিউজিক স্কুলের আদলে। এই লক্ষ্যেই, তিনি তাঁর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে বেশ কয়েকটি মিউজিক স্কুল সশরীরে পরিদর্শন করেছেন এবং সেগুলোর ছবি ও ভিডিও ধারণ করে নিয়ে এসেছেন।
“আমি সব সময় নতুন শিল্পীদের সঙ্গে গান করেছি। তরুণদের নিয়ে চলাই আমার অভ্যাস। আমাদের দেশে অসংখ্য মেধাবী ছেলে-মেয়ে আছে, কিন্তু সুযোগের অভাবে তারা ভালো কাজ করতে পারছে না। যারা গান শিখতে চায়, তাদের জন্য দেশে ভালো মানের, বিশ্বমানের মিউজিক স্কুল নেই। তাই এফডিসিতে যে নতুন কমপ্লেক্স হচ্ছে, সেখানে একটা মিউজিক স্কুল চালু করার ইচ্ছা আছে। আগে থেকে বিষয়টি নিয়ে ভাবছিলাম।"
"এবার আমেরিকা ট্যুরে গিয়ে বিভিন্ন মিউজিক স্কুলের ছবি-ভিডিও নিয়ে এসেছি। সেসব স্কুলের আদলে গড়ে তুলব এই স্কুল। বহু কিছুতে গ্যাপ আছে আমাদের, সেসব ফিলআপ করার সময় এসেছে। একজন কণ্ঠশিল্পী হিসেবে আমার যে প্রাপ্তি, সেখান থেকে একধরনের দায়বদ্ধতা তৈরি হয়েছে, সেই দায়বদ্ধতাও ঠিকভাবে ফুলফিল করতে চাই। তাই নতুনদের নিয়ে আমার এই পরিকল্পনা।”
সংগীতের পাশাপাশি ক্রিকেটেও আসিফ আকবর তাঁর মনোযোগ নিবদ্ধ করেছেন তরুণদের ওপর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বয়সভিত্তিক দলের দায়িত্ব পেয়েছেন। এই দায়িত্বের মূল লক্ষ্য হলো, এমন প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনা, যারা ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দলের কান্ডারি হবে। তিনি ইতিমধ্যেই বোর্ডে তাঁর কর্মপরিকল্পনা জমা দিয়েছেন এবং এ বিষয়ে কাজ শুরুও করেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC