এপ্রিল মাসে দেশজুড়ে তীব্র কালবৈশাখী ঝড় ও তাপপ্রবাহের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, এ মাসে ৫ থেকে ৭ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের এবং ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।
বিশ্ব আবহাওয়া সংস্থার বিভিন্ন মডেল বিশ্লেষণ করে আবহাওয়াবিদরা জানিয়েছেন, এপ্রিলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, ২ থেকে ৪টি মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ১ থেকে ২টি তীব্র (৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকার আশঙ্কা রয়েছে। ফলে, এপ্রিলে দেশজুড়ে তীব্র গরম অনুভূত হতে পারে।
এদিকে, বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
নদীগুলোর বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিল মাসে প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে, মাসের দ্বিতীয়ার্ধে উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC