
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। অন্য দুটি দল হল বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাসী) ও বাংলাদেশ আমজনগণ পার্টি।
নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে মঙ্গলবার (৪ নভেম্বর) এই ঘোষণা দেওয়া হয়। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
সচিব আখতার আহমেদ জানান, জাতীয় নাগরিক পার্টি ছাড়াও বাংলাদেশ আমজনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী-কেও চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়েছে।
তবে এনসিপি’র প্রতীক (শাপলা কলি) চূড়ান্ত হলেও বাকি দুটি দলের জন্য বরাদ্দকৃত প্রতীক এখনো চূড়ান্ত করা হয়নি। চূড়ান্ত প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে বলেও জানান তিনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC