
কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর এবং ফেনীর সমন্বয়ে গঠিত এনআরবিসি ব্যাংকের কুমিল্লা জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) ফেনীর একটি হোটেলে ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জোনটির বিদ্যমান শ্রেণিকৃত ঋণ ৫% থেকে শূন্যে নামিয়ে আনার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি, ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, ঋণ আদায়ের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে হবে, যা কর্পোরেট সুশাসন ও কমপ্লায়েন্স নিশ্চিত করবে এবং ব্যাংকের মুনাফা বাড়াতে সাহায্য করবে। তিনি আরও উল্লেখ করেন যে, সুদবিহীন এবং স্বল্প সুদের আমানত বাড়ানোর মাধ্যমে তহবিল ব্যয় কমাতে হবে। একই সাথে, সিএমএসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি করার ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের ব্যাংকের বিপুল সংখ্যক শাখা-উপশাখা রয়েছে। কুমিল্লায় বড় শিল্পের পাশাপাশি অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) রয়েছে। এছাড়া মৎস্যচাষ ও কৃষিভিত্তিক শিল্পের দ্রুত প্রসার ঘটছে কুমিল্লাতে। এই অঞ্চলের শাখা ও উপশাখাগুলোর মাধ্যমে এসবখাতের উন্নয়নে সার্বিক সেবা কার্যক্রম আরও বাড়াতে হবে। তিনি বিশেষ করে প্রবাসীদের জন্য ব্যাংকিং সেবা সম্প্রসারণের উপর জোর দেন।
সভায় অন্যদের মধ্যে ডিএমডি ও সিএফও হারুনুর রশীদ, কুমিল্লা জোনাল হেড কাজী মোহাম্মদ জিয়াউল করীমসহ সংশ্লিষ্ট শাখা ও উপশাখাগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।