
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুত ও চূড়ান্ত প্রিন্টের কাজ শুরু হওয়ায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রস্তুতির অংশ হিসেবে, সাময়িকভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
সোমবার (২৪ নভেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঢাকা মেইলকে জানান, 'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ বিকাল ৪টার পর থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধনের কার্যক্রম বন্ধ থাকবে।'
এর আগে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর ঢাকা মেইলকে জানিয়েছিলেন, আসন্ন সংসদ নির্বাচনের জন্য এনআইডি সংশোধনের কার্যক্রম চলমান থাকবে নাকি স্থগিত করা হবে, সেই সিদ্ধান্ত কমিশন নেবে। ইসি সূত্র থেকে জানা যায়, ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে এবং বর্তমানে সেই তালিকা প্রিন্টের কার্যক্রম শুরু হতে চলেছে। এই প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতেই সাময়িকভাবে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।
সবশেষে ভোটার হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা হলো ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এই মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।
নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। তাদের পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে, এবং আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC