
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উত্তর কাইতলা ইউনিয়নের বিএনপির অফিস উদ্বোধনী অনুষ্ঠানে এড. এম এ মান্নান বলেন, এদেশের বর্তমান নির্বাচনি ব্যবস্থায় নির্বাচন দিন। বিভিন্ন অযুহাতে নির্বাচনের চেষ্টা করা হচ্ছে।
রবিবার সন্ধ্যায় (০৬-০৬-২৫) উত্তর কাইতলা ইউনিয়নের নারুই-ব্রাহ্মণহাতা চক বাজারে অফিস উদ্বোধনি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াস মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুদ, নবীনগর উপজেলা তাঁতি দলের সভাপতি মো. ইফতেখার খাঁন মামুন, জামাল পাটুয়ারি, আসাদুজ্জামান বিপ্লব, মো. ছগির আহমেদ, বখতিয়ার আহমেদ মহসিন, মো. সফিকুল ইসলাম সফু, মো. শাহ আলম বেপারি, মো. আলমগীর, জহির চিস্তী, হামদু মুন্সিসহ অন্যান্যরা।