তরুণ গায়ক ও সংগীত পরিচালক আরাফাতুল হাসান শান্ত এক বছরের ক্যারিয়ের সাড়া ফেলে দিয়েছেন। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বিজ্ঞাপনের মিউজিক করে প্রথমবার সবার নজরে আসেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সরব নন শান্ত। তার গাওয়া ‘পরাণ’ সিনেমার ‘সাজিয়ে গুজিয়ে’ গানটি কাঁদিয়েছে সিনেমাপ্রেমীদের। এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকেও বিরাট ভূমিকা রেখেছেন তিনি।
সংগীত পরিচালনা করেন ইফফাত জাহান মম পরিচালিত ‘মুনতাসির’ ওয়েব সিনেমায়। বিঞ্জ অরিজিনাল এই ওয়েব সিনেমার সবগুলো গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক শান্ত একাই করেন। যা সিনে সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়ায়।নিজের প্রথম কাজের এ রকম সাফল্যে বেশ আনন্দিত শান্ত।
তিনি বলেন, ‘এত অল্প সময়ে সবকিছু এভাবে হবে ভাবিনি। আল্লাহ মহান। কৃতজ্ঞতা আমার পরিবারের প্রতি। তাদের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব ছিল না। কৃতজ্ঞতা এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। বিশেষ কৃতজ্ঞতা সকল নির্মাতাদের যারা আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC