মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর, ২০২৫

‘এটাই আমার লাস্ট কনসার্ট’—অস্ট্রেলিয়ায় কনসার্টে জানালেন তাহসান

বিনোদন ডেস্ক

Rising Cumilla - Tahsan Rahman Khan
তাহসান খান/ছবি: সংগৃহীত

সম্প্রতি অস্ট্রেলিয়ায় এক কনসার্টে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান ঈঙ্গিত দিলেন যে তিনি তাঁর সংগীত জীবন গুটিয়ে নিচ্ছেন। ভক্তদের জন্য এই খবর নিঃসন্দেহে মন খারাপের।

অস্ট্রেলিয়ায় কনসার্টে তিনি ঘোষণা দিলেন- ‘এটাই আমার লাস্ট কনসার্ট।’

হাজারো ভক্তের সামনে তাহসান বলেন, “আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে। এখন দাড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে লাফালাফি করতে ভালো লাগে না।”

তিনি আরও জানান যে ইতিমধ্যেই তিনি তাঁর সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন। এই ঘোষণার পর তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো খুঁজে পাওয়া যায়নি। যদিও তিনি সরাসরি ‘অবসর’ শব্দটি ব্যবহার করেননি, তবে তাঁর কথায় এটা স্পষ্ট যে তিনি আর নিয়মিত গান করবেন না!

অভিনয় থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন তাহসান। এবার গান থেকেও তাঁর এই বিদায়ের ইঙ্গিত ভক্তদের মাঝে গভীর ছাপ ফেলেছে।

২০০৪ সালে ‘কিছু কথা’ অ্যালবামের মাধ্যমে তাহসানের একক সংগীত জীবন শুরু হয়। এর আগে তিনি ১৯৯৮ সালে জনপ্রিয় ব্যান্ড ‘ব্ল্যাক’ গঠন করেন এবং এই ব্যান্ডের হয়ে বেশ কিছু গান গেয়ে দারুণ খ্যাতি লাভ করেন।

২০১২ সালে তিনি নিজের নতুন ব্যান্ড ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ গঠন করেন। তাঁর ব্যক্তিগত স্টুডিওর নাম ‘কৃত্যদাসের আবাসে’। ‘চোখে চোখে কথা হতো’, ‘যদি কোনোদিন’, ‘চলে যাও তবে’, ‘আলো’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘কতদূর’, ‘প্রেম তুমি’– তাঁর এই জনপ্রিয় গানগুলো আজও শ্রোতাদের হৃদয়ে চিরন্তন হয়ে আছে।

আরও পড়ুন