প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, 'একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ এখন আর নেই।'
তিনি বলেন, 'আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে শপথ নিয়েছি। নির্বাচন কমিশন একটি সম্পূর্ণ নিরপেক্ষ প্রতিষ্ঠান। আমরা নিরপেক্ষ আছি এবং নিরপেক্ষ থাকব, এই নিশ্চয়তা আমরা দিতে পারি।'
সোমবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সভাকক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন।
নির্বাচন কমিশন কোনো ধরনের প্রভাব বা চাপের কাছে মাথা নত করবে না বলে আশ্বস্ত করেন সিইসি। তিনি বলেন, 'আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছি এবং করে যাব। আমাদের কর্মকর্তারাও কারো দ্বারা প্রভাবিত না হয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইনকানুন মেনে নির্বাচন পরিচালনা করার প্রতিশ্রুতি দিয়েছেন। রাজনৈতিক দলগুলোও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ।'
সিইসি আরও বলেন, 'নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না। যেকোনো সিদ্ধান্ত কমিশনের সব সদস্য মিলে নেওয়া হয়, এককভাবে নয়।'
ঢাকা দক্ষিণ সিটি মেয়র ইশরাক হোসেনের শপথ প্রসঙ্গে সিইসি বলেন, 'তাকে শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই।'
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC