বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের আন্দোলন নানা দিকে মোড় নিচ্ছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নানা সংকট তুলে ধরে মহাসড়কে দাঁড়িয়েছেন। পাশাপাশি প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে জনমত সৃষ্টি করে যাচ্ছে।
আন্দোলনকারীরা দাবি করছে, বর্তমান ভিসি ড. শুচিতা শরমিন দায়িত্ব গ্রহণের ছয় মাসেও এক টাকার উন্নয়ন করতে পারেননি। বরং স্বৈরাচারের দোসরদের নানা সুবিধা দিয়ে ২৪শের আন্দোলনকে ভুলুণ্ঠিত করছেন। শিক্ষার্থীদের এই ক্ষোভই তাদের নানা সংকট তুলে ধরতে আগ্রহ বাড়াচ্ছে।
মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়কে মানববন্ধন করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনে শিক্ষার্থীরা প্ল্যাকার্ডে ‘শিক্ষক সংকট কেন?’ ‘ক্লাসরুম সংকট কেন?’ ‘মেডিকেলে ওষুধ কই?’ ‘আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন কেন?’ ‘এক সেমিস্টারে এক বছর কেন?’ ‘আবাসিক হলে আসন বরাদ্দ কই?’ ‘শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা কেন?’ ‘পরিবহন সংকট কেন?’ ‘বাকস্বাধীনতায় হস্তক্ষেপ কেন?’ ‘সন্ত্রাসী ছাত্রলীগের বিচার কই?’ ইত্যাদি লিখে দাঁড়িয়েছেন।
এদিকে, মঙ্গলবার শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে পিরোজপুর নেছারাবাদের আলকীরহাট রজব আলী মাধ্যমিক বিদ্যালয়ের ৯০তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক সুজয় শুভ বলেন, "বিশ্ববিদ্যালয়ে আমরা আপনাদের ব্যক্তিগত রেষারেষি দেখতে আসিনি। বিশ্ববিদ্যালয় আপনাদের নিয়োগ দিয়েছে শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য। তাদের জন্য কাজ করুন, তাদের দাবি পূরণ করুন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা হটকারিতার মধ্যে দিয়ে হুট করে ভিসির গেট ভেঙে ফেলেছে। কিন্তু সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিভাবকত্বের জায়গা থেকে তাদের ফাঁসি দিতে পারে না। তাই মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC