
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ শুক্রবার উখিয়ায় শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেছেন।
এর আগে তারা বিকেল ৫:৩৫ মিনিটে শরণার্থী শিবিরে পৌঁছালে রোহিঙ্গারা হাত নেড়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানায়। উভয় নেতা সাদরে হাত নেড়ে তাদেরকেও অভিবাদন জানান।
এ সময় গুতেরেস রোহিঙ্গাদের খাদ্য রেশন সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, যা তহবিলের অভাবে এপ্রিল থেকে মাসিক $১২.৫০ থেকে $৬-এ কমতে পারে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট মোকাবিলায় দ্রুত সহায়তা প্রদানের আহ্বান জানান।