এক বছর পূর্ণ হলো ইউনিমার্ট সিলেটের! সম্প্রতি আম্বরখানায় এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের ‘প্রথম বর্ষপূর্তি উদযাপন বোনাঞ্জা’ সফলভাবে সম্পন্ন করেছে।
প্রথম পুরস্কার হিসেবে “ঢাকা-লন্ডন-ঢাকা” রাউন্ড ট্রিপ এয়ার টিকিট পেয়ে বিজয়ী ভীষণ উচ্ছ্বসিত ছিলেন।
এছাড়া আরও পুরস্কার হিসেবে ছিলো ডাবল-ডোর ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, মার্বেল কুকওয়্যার, ব্লেন্ডার এবং ইউনিমার্টের গিফট হ্যাম্পার।
অনুষ্ঠানে ইউনিমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গাজী মাহফুজুর রহমান এবং প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শাহীন মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাঁরা বিজয়ীদের অভিনন্দন জানান এবং গ্রাহকদের প্রতি তাঁদের নিরন্তর সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
“এই ক্যাম্পেইনটি আমাদের জন্য বিশেষ, কারণ এটি আমাদের গ্রাহকদের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দিয়েছে। আপনাদের মতো গ্রাহকরা আমাদের যাত্রাকে সত্যিই আনন্দময় করে তুলেছেন,” বলেন গাজী মাহফুজুর রহমান।
ক্যাম্পেইনটি গ্রাহক সেবা ও সম্পৃক্ততার মানদণ্ডকে আরো সমৃদ্ধ করেছে, যা ইউনিমার্টের গ্রাহকদের সেবায় তাদের প্রতিশ্রুতিকে আবারও প্রমাণিত করেছে।