জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

এক পরিবারের ৩ জনের বেশি ব্যাংকের পরিচালক নয়, আইনের খসড়া অনুমোদন

এক পরিবারের ৩ জনের বেশি ব্যাংকের পরিচালক নয়। ছবি: পিআইডি

ব্যাংকের পরিচালনা বোর্ডে এক পরিবার থেকে তিন জনের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না এমন বিধান রেখে ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন ২০২৩ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার (২৮ মার্চ) তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হাসান।

সচিব মাহমুদুল হোসাইন বলেন, আগে একটি পরিবার থেকে চারজন ব্যাংকের পরিচালক হতে পারতেন। এখন সেটি তিনজন করা হয়েছে।