সোমবার ২৬ জানুয়ারি, ২০২৬

এক নজরে দেখুন ২০২৬ সালের রোজার সেহরি ও ইফতারের সময়সূচি

রাইজিং কুমিল্লা ডেস্ক

২০২৬ সালের রোজার সেহরি ও ইফতারের সময়সূচি/ছবি: সংগৃহীত

আজ রজব মাসের শেষ দিন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশন ২০২৬ খ্রিস্টাব্দের (১৪৪৭ হিজরি) পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে বলে জানানো হয়েছে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রথম রমজান (১৯ ফেব্রুয়ারি) ঢাকায়

  • সেহরির শেষ সময়: ভোররাত ৫টা ১২ মিনিট

  • ইফতারের সময়: সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট

ইসলামিক ফাউন্ডেশন জানায়, ভৌগোলিক দূরত্বের কারণে ঢাকার সময়ের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ বা বিয়োগ করে সেহরি ও ইফতার সম্পন্ন করতে হবে।

রাজধানী ঢাকা জেলার ২০২৬ সালের (১৪৪৭ হিজরী) পবিত্র রমজান মাসের সাহরি ও ইফতারের পূর্ণাঙ্গ সময়সূচি নিচে টেবিল আকারে দেওয়া হল:

রমজানতারিখসাহরির শেষ সময়)ফজরের আজানইফতারের সময়
০১*১৯ ফেব্রুয়ারি৫:১২ AM৫:১৮ AM৫:৫৮ PM
০২২০ ফেব্রুয়ারি৫:১১ AM৫:১৭ AM৫:৫৮ PM
০৩২১ ফেব্রুয়ারি৫:১১ AM৫:১৭ AM৫:৫৯ PM
০৪২২ ফেব্রুয়ারি৫:১০ AM৫:১৬ AM৫:৫৯ PM
০৫২৩ ফেব্রুয়ারি৫:০৯ AM৫:১৫ AM৬:০০ PM
০৬২৪ ফেব্রুয়ারি৫:০৮ AM৫:১৪ AM৬:০০ PM
০৭২৫ ফেব্রুয়ারি৫:০৮ AM৫:১৪ AM৬:০১ PM
০৮২৬ ফেব্রুয়ারি৫:০৭ AM৫:১৩ AM৬:০১ PM
০৯২৭ ফেব্রুয়ারি৫:০৬ AM৫:১২ AM৬:০২ PM
১০২৮ ফেব্রুয়ারি৫:০৫ AM৫:১১ AM৬:০২ PM
১১০১ মার্চ৫:০৫ AM৫:১১ AM৬:০৩ PM
১২০২ মার্চ৫:০৪ AM৫:১০ AM৬:০৩ PM
১৩০৩ মার্চ৫:০৩ AM৫:০৯ AM৬:০৪ PM
১৪০৪ মার্চ৫:০২ AM৫:০৮ AM৬:০৪ PM
১৫০৫ মার্চ৫:০১ AM৫:০৭ AM৬:০৪ PM
১৬০৬ মার্চ৫:০০ AM৫:০৬ AM৬:০৫ PM
১৭০৭ মার্চ৪:৫৯ AM৫:০৫ AM৬:০৬ PM
১৮০৮ মার্চ৪:৫৮ AM৫:০৪ AM৬:০৬ PM
১৯০৯ মার্চ৪:৫৭ AM৫:০৩ AM৬:০৭ PM
২০১০ মার্চ৪:৫৭ AM৫:০৩ AM৬:০৭ PM
২১১১ মার্চ৪:৫৬ AM৫:۰২ AM৬:০৭ PM
২২১২ মার্চ৪:৫৫ AM৫:০১ AM৬:০৮ PM
২৩১৩ মার্চ৪:৫৪ AM৫:০০ AM৬:০৮ PM
২৪১৪ মার্চ৪:৫৩ AM৪:৫৯ AM৬:০৯ PM
২৫১৫ মার্চ৪:৫২ AM৪:৫৮ AM৬:০৯ PM
২৬১৬ মার্চ৪:৫১ AM৪:৫৭ AM৬:১০ PM
২৭১৭ মার্চ৪:৫০ AM৪:৫৬ AM৬:১০ PM
২৮১৮ মার্চ৪:৪৯ AM৪:৫৫ AM৬:১০ PM
২৯১৯ মার্চ৪:৪৮ AM৪:৫৪ AM৬:১১ PM
৩০২০ মার্চ৪:৪৭ AM৪:৫৩ AM৬:১১ PM

সেহরি ও ইফতারের সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন 

ঢাকার সময়ের সাথে বিভিন্ন জেলার সময়ের পার্থক্য:

ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত ঢাকা জেলার সাহরি ও ইফতারের সময়ের সাথে দেশের অন্যান্য জেলার সময়ের কিছুটা পার্থক্য থাকে। ভৌগোলিক অবস্থানের কারণে ঢাকার সময়ের সাথে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ বা বিয়োগ করে অন্যান্য জেলার সময় নির্ধারিত হয়। নিচে প্রধান জেলাগুলোর সময়ের পার্থক্য টেবিল আকারে দেওয়া হল:

জেলা নামসাহরি (মিনিট)ইফতার (মিনিট)
চট্টগ্রাম– ৫ মিনিট– ৬ মিনিট
সিলেট– ৭ মিনিট– ৬ মিনিট
কুমিল্লা– ৩ মিনিট– ৪ মিনিট
রাজশাহী+ ৬ মিনিট+ ৭ মিনিট
খুলনা+ ৪ মিনিট+ ৩ মিনিট
রংপুর+ ৪ মিনিট+ ৫ মিনিট
বরিশাল+ ১ মিনিটএকই সময় (০)
ময়মনসিংহএকই সময় (০)একই সময় (০)
বগুড়া+ ৩ মিনিট+ ৪ মিনিট
যশোর+ ৫ মিনিট+ ৫ মিনিট
দিনাজপুর+ ৭ মিনিট+ ৮ মিনিট

বিভিন্ন জেলার সময়ের পার্থক্য কিভাবে হিসাব করবেন?

১. বিয়োগ (-): আপনার জেলার নামের পাশে বিয়োগ চিহ্ন থাকলে ঢাকার মূল সময় থেকে তত মিনিট কমিয়ে নেবেন। (যেমন: সিলেটে সাহরি ঢাকার ৭ মিনিট আগে করতে হবে)।

২. যোগ (+): আপনার জেলার নামের পাশে যোগ চিহ্ন থাকলে ঢাকার মূল সময়ের সাথে তত মিনিট বাড়িয়ে নেবেন। (যেমন: রাজশাহীতে ইফতার ঢাকার ৭ মিনিট পরে হবে)।

রোজার নিয়ত

রোজার আরবি নিয়ত:

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

রোজার নিয়তের বাংলা উচ্চারণ:

নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

রোজার নিয়তের বাংলা অর্থ:

হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম। তুমি আমার পক্ষ থেকে আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল কর। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা পরহেজগার তথা খোদাভীরু হতে পার।’— (সূরা বাকারা : ১৮৩)।

উল্লেখ্য, ১লা রমজান চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

আরও পড়ুন