সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

একাধিকবার ওমরা পালন নিয়ে নতুন যে বার্তা দিল সৌদি আরব

Hajj
ছবি: সংগৃহীত

সৌদি আরবের কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে পবিত্র রমজান মাসে একাধিকবার ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে না। এমনটাই জানিয়েছে সৌদি আরবের সংবাদমাধ্যমগুলো।

জানা গেছে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল পবিত্র স্থানগুলোতে বাড়তি ভিড় নিয়ন্ত্রণ করা এবং অন্য মুসল্লিদেরও ওমরাহ পালনের সুযোগ করে দেওয়া।

মসজিদুল হারাম হলো ওমরা পালনের সর্বোচ্চ মৌসুম। অর্থাৎ রমজানে সবচেয়ে বেশি মানুষ পবিত্র মসজিদুল হারামে ওমরা পালনে সমবেত হন।

সৌদি কর্তৃপক্ষ বলছে, এ নিয়ম চালু করার উদ্দেশ্য, ভিড় কমানো ও অন্য মুসল্লিদেরও ওমরা পালনের সুযোগ করে দেয়া। পাশাপাশি ভিড় ব্যবস্থাপনায় সহায়তা করা। সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রমজান মাসে কাউকে দুই বা ততোধিকবার ওমরা পালনের অনুমতি দেয়া হবে না।

মন্ত্রণালয় আরও বলছে, এ নিয়ম চালু করার উদ্দেশ্য, ভিড় কমানো ও অন্য মুসল্লিদেরও ওমরা পালনের সুযোগ করে দেয়া। পাশাপাশি ভিড় ব্যবস্থাপনায় সহায়তা করা।

এদিকে, ওমরা ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করেছে সৌদি আরবের কর্তৃপক্ষ।