চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোটদুধ পাতিলা গ্রামে একটি গাভি একসঙ্গে তিনটি বাছুর জন্ম দিয়ে সবাইকে অবাক করে দিয়েছে। রোববার (১০ আগস্ট) সকালে হাউলি ইউনিয়নে এই বিরল ঘটনাটি ঘটে। বর্তমানে মা গাভি ও তার তিনটি বাছুরই সুস্থ আছে।
গরুর মালিক মর্জিনা আক্তার জানান, এক বছর আগে গাভিটি কিনেছিলেন তিনি। গর্ভাবস্থায় গাভিটির মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখেননি। তিনি বলেন, “একসাথে তিনটি মেয়ে বাছুর জন্ম দেবে, তা কল্পনাও করিনি।”
গাভিটির প্রসব করান হাউলি ইউনিয়নের কৃত্রিম প্রজনন কর্মী ওবায়দুল হক রুনু। তিনি বলেন, “প্রথমে দুটি বাছুর জন্ম নেওয়ার পর যখন গাভিটি দাঁড়িয়ে যায়, তখন আমি ভেবেছিলাম প্রসব শেষ। কিন্তু তার আচরণ দেখে সন্দেহ হলে আবার পরীক্ষা করে দেখি পেটে আরও একটি বাছুর আছে। পরে সেটিও জন্ম দেয় গাভিটি।” তিনি আরও বলেন, “আমার জীবনে এমন ঘটনা এই প্রথম দেখলাম।”
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. আ. হা. ম. শামিমুজ্জামান বলেন, “বাছুরগুলোর জন্ম হয়েছে কৃত্রিম প্রজননের মাধ্যমে। এটি অস্বাভাবিক নয়, তবে অত্যন্ত বিরল। সাধারণত একটি গাভি একটি বাছুর জন্ম দেয়। অনেক ক্ষেত্রে সুপার ওভিউলেশন বা হরমোনজনিত কারণে এমন হয়।” তিনি আরও জানান, গাভি ও বাছুরগুলোর সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC