মঙ্গলবার ২৬ আগস্ট, ২০২৫

একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৪৭০ জন

রাইজিং ডেস্ক

Rising Cumilla - dengue - aedes mosquito
প্রতীকি ছবি/সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৪৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৪ জন এবং ঢাকা সিটি করপোরেশনের বাইরে ৯০ জন রয়েছেন।

এছাড়া, বরিশাল বিভাগে ৯৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৭ জন, খুলনা বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং রংপুর বিভাগে ৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬৩ জন ডেঙ্গু রোগী। চলতি বছরে এ পর্যন্ত মোট ২৭ হাজার ৯৮০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৯ হাজার ৫১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এখন পর্যন্ত মোট ১১৮ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন