শনিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৫

একদিনে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

রাইজিং টেক

Rising Cumilla - dengue - aedes mosquito
প্রতীকি ছবি/সংগৃহীত

দেশজুড়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছর রোগীর সংখ্যা ৩৭ হাজার ২০৬ জনে পৌঁছেছে। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৪ জন, ঢাকা বিভাগে ৪২ জন রয়েছেন।

ঢাকা মহানগর এলাকায় ডেঙ্গুর প্রভাব বিশেষভাবে লক্ষ্যণীয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৩৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৬৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এছাড়াও, খুলনা বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এ ছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯, আগস্টে ৩৯ জন মারা গেছেন। এ ছাড়া ১১ সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছেন ২৩ জন। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

 

আরও পড়ুন